Home 2nd Featured শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা?

শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা?

Mukto Chinta
০ comment ৬৪ views

পর্দায় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি তখন তুমুল জনপ্রিয়। তাদের রসায়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল। শোনা যায়, সেসময় তলে তলে ব্যক্তিগত জীবনেও সম্পর্ক গড়ে উঠেছিল তাদের। তার অনেক আগেই কি শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা?

ফারহান আখতারের ‘ডন’ ছবিতে জুটি বাঁধার আগেই পরিচয় হয়ে গিয়েছিল দুজনের। তখনো ছবির জগতে আসেননি প্রিয়াঙ্কা। ২০০০ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ‘দেশি গার্ল’, যার চূড়ান্ত পর্বে অন্যতম বিচারক ছিলেন শাহরুখ।

প্রশ্নোত্তর পর্বে সমাজের আলাদা আলাদা ক্ষেত্রের তিন জনের কথা উল্লেখ করে শাহরুখ জানতে চান, প্রিয়াঙ্কা কার গলায় মালা দিতে ইচ্ছুক। চিত্রতারকা হিসেবে নিজেকেও শাহরুখ রেখেছিলেন সেই তালিকায়। তিনি নিশ্চিত ছিলেন প্রিয়াঙ্কা তাকেই বেছে নেবেন। কিন্তু প্রিয়াঙ্কার উত্তর অবাক করে দিয়েছিল বলিউড ‘বাদশা’কে।

কী কী বিকল্প রেখেছিলেন শাহরুখ? প্রিয়াঙ্কাকে বলেছিলেন, ‘ধরো, এই তিন জনের মধ্যে একজনকে তোমার বিয়ে করতে হবে। আজহার ভাই (মোহাম্মদ আজাহারউদ্দিন) -এর মতো একজন ভারতীয় খেলোয়াড়, যে তোমাকে বিশ্বের নানা প্রান্তে নিয়ে যাবে, যে দেশকে গর্বিত করবে।’

এরপর শাহরুখ বলেন, ‘দ্বিতীয় জন কোনো শিল্প চেতনাসম্পন্ন ব্যবসায়ী, যার নাম উচ্চারণ করা কঠিন, ধরো, স্বরোভস্কি। যে তোমাকে অলঙ্কারে মুড়ে রাখবে, সুদৃশ্য কণ্ঠহার দেবে, তোমাকে বাড়ির জন্য একটা হাওয়াই চটিও কিনতে হবে না।’

এরপরই নিজের কথা ঢুকিয়ে দেন কৌশলে। অভিনেতার কথায়, ‘তৃতীয় জন আমার মতো হিন্দি ছবির কোনো তারকা, যে তোমাকে এমন সব প্রশ্ন করেছে।’

তখন শাহরুখ আরও বলেন, তার উত্তর যাই হোক, নম্বরে প্রভাব পড়বে না। শাহরুখ ধরেই নিয়েছিলেন, প্রিয়াঙ্কা তার নামই বলবেন। কিন্তু সবাইকে অবাক করে প্রিয়াঙ্কা বলেন, ‘যদি এই তিন জনের মধ্যে থেকে বেছে নিতে হয়, আমি খেলোয়াড়কে বেছে নেব।’ উত্তর দেওয়ার সময় বেশ আত্মবিশ্বাসী ছিলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘যখন আমি ঘরে ফিরব বা সে ফিরবে, আমি তাকে বলতে পারব আমি তার জন্য ততটাই গর্বিত, যতটা দেশ তাকে নিয়ে গর্বিত। তুমিই সেরা।’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘তেমন স্বামীর জন্য আমি অসম্ভব গর্বিত হব, যে দৃঢ় চরিত্রের মানুষ হবে এবং দেশকে গর্বিত করবে।’

তার উত্তর শুনে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান দর্শকেরা। ‘দ্য হিরো : লাভ স্টোরি’ দিয়ে ছবির জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। এখন হলিউডেও তার জয়জয়কার।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com