১২১
বৃহস্পতিবার বাদ মাগরিব জ্যাকসন হাইটস’র একটি পার্টি হলে পবিত্র জশনে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজিমুশ্বান ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল পরিচালনা করেন, বেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন বারী হোম কেয়ার’র সিইও আসেফ বারী টুটুল, যুগ্ম আহবায়ক ছিলেন আশা হোম কেয়ার’র সিইও আকাশ রহমান। মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মুফতী ডক্টর আল্লামা কফিল উদ্দিন সরকার সালেহী সাহেব। আখেরী মুনাজাত ও সভাপত্বি করেন, মুফতী ডক্টর সাঈয়্যেদ বিল্লাহ রব্বানী বদরপুরী। মিলাদ মাহফিলে বহু ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।