বিনোদন ডেস্বক : লিউডে মুক্তি পাচ্ছে একের পর এক ব্যবসা সফল সিনেমা। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এবার মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’।
দিওয়ালিতেই বক্স অফিসের দখল নিতে আসছেন বলিউডের সুলতান সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগামী ১২ নভেম্বর ‘টাইগার ৩’ মুক্তি পাচ্ছে। তবে চলতি সপ্তাহের শেষেই শুরু হচ্ছে অগ্রিম টিকিট বুকিং। এ সিনেমার টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে। এবার সকাল ৭টাতেও থাকছে শো।
একদিকে কালীপূজা, অন্যদিকে দিওয়ালি। এরই মধ্যে মুক্তি পাচ্ছে সিনেমাটি। টিকিটের চাহিদাও তুঙ্গে। সে কথা মাথায় রেখেই সকাল ৭টার শো রাখা হয়েছে বলে জানা গেছে।
অগ্রিম বুকিং কবে থেকে শুরু হচ্ছে? এ বিষয়ে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, মুক্তির ৭ দিন আগে অর্থাৎ ৫ নভেম্বর থেকে টিকিট কাটতে পারবেন দর্শকরা।
প্রসঙ্গত, ‘টাইগার’ ব্রহ্মান্ডের সূত্রপাত হয়েছিল ২০১২ সালে। সেই বছর মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সালমান খানের অনুরাগীরা।
মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সালমান। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রানা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। ছবিতে ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। শোনা গেছে, শাহরুখ-সালমানের অ্যাকশন দৃশ্যটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ দীপাবলিতেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। আর ছবিতেই দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সব থেকে প্রথম নারী স্পাই জোয়া (ক্যাটরিনা)।
পর্দার জোয়া সাহসী, দেশের জন্য মারতে এবং মরতে পারেন, নিজের পরিবারকে বাঁচাতে যেকোনো বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে পারেন। আদিত্য চোপড়ার হাত ধরে এভাবেই গড়া হয়েছে চরিত্রটিকে।
সালমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাটরিনা যেভাবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন, তা নিয়ে প্রশংসা করেছেন সালমান নিজেও। এবার ‘টাইগার ৩’-এর স্টান্ট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা।
ক্যাটরিনা জানান, ‘টাইগার ৩’ ছবিতে জোয়া চরিত্রটি আগের দুটি ছবি থেকে আরও বেশি অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। তাই ছবি শ্যুটিংয়ের দুমাস আগে থেকেই ট্রেনিং দেওয়া হয়েছিল অভিনেত্রীকে।
তিনি বলেন, এটা বলতে পারি, এই ছবিতে আমার অ্যাকশন দৃশ্যগুলো একেবারে নতুন কায়দার। কোনো অভিনেত্রী এর আগে এমন দৃশ্যে অভিনয় করেননি। জোয়া আমার কাছে খুব স্পেশাল একটা চরিত্র।
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এরপর থেকেই ‘টাইগার ৩’-এর অপেক্ষায় ছিলেন সালমান ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দীপাবলিতে।