সম্প্রতি ‘ লোকাল’ ছবির শুটিং-ডাবিংসহ সম্পাদনার সমস্ত কাজ শেষ করেছেন পরিচালক সাইফ চন্দন। তার পর ছবিটি মুক্তির উদ্দেশ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেন। সেখানে প্রশংসিত হয়েছে সিনেমাটি। কোনো কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে পলিটিক্যাল থ্রিলার গল্পের সিনেমাটি এভাবে ঈদে মুক্তির ঘোষণায় চমকে দেবে এমনটা কেউ ভাবেননি। তবে সেটাই হতে চলেছে।
নায়ক শাকিব খানের সঙ্গে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার পাশাপাশি ‘ লোকাল’ নিয়েও হাজির থাকবেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী বুবলী। ছবির পরিচালক সাইফ চন্দন এই ঘোষণাই দিলেন ট্রেলার প্রকাশ করে। ১৫ এপ্রিল ট্রেলার প্রকাশ হয়েছে ‘ লোকাল’ সিনেমার। সেটি বেশ নজর কেড়েছে সবার। ধুন্ধুমার অ্যাকশন আর মজবুত সংলাপের আভাস মিলল এবারের ঈদে দর্শকের জন্য চমক হতে পারে সিনেমাটি। এখানে বুবলীর চরিত্রেও থাকবে চমক। যা তার ভক্তদের মন ভরাবে বলে প্রত্যাশা নায়িকার। আর বুবলীর নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে।
বুবলী বলেন, ‘ লোকাল’ আমাদের অনেক পরিশ্রমের ছবি। দিন শেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা প্রশংসা করেছেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আর ছবিটি ঈদে আসছে এটাও স্পেশাল। আমার দুটি সিনেমা থাকছে ঈদে। দর্শককে দুটি সিনেমাই দেখার আমন্ত্রণ জানাই।
‘লোকাল’ ছবির কাহিনী সংলাপ করেছেন ফেরারী ফরহাদ। ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। আদর, বুবলী ও মিশা সওদাগর ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সাঞ্জ জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ আরও অনেকে।