আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৪তম অধিবেশনে চীন-উত্থাপিত ‘ভারসাম্যহীন পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার সংরক্ষণ’ শীর্ষক একটি প্রস্তাব পাস হয়েছে।
এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীন, বলিভিয়া, মিশর, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাসহ ৮০টির বেশি দেশ যৌথভাবে এ প্রস্তাব উত্থাপন করে।
এতে জোর দিয়ে বলা হয়, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার জোরদার করার পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার কার্যালয়ের উচিত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সমর্থন কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়াং ওয়েন বিন আরও বলেন, উন্নয়নশীল দেশগুলো এ প্রস্তাবের প্রশংসা করেছে এবং তারা মনে করে, এ প্রস্তাব অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ওপর গুরুত্ব দেওয়া এবং বিনিয়োগ বাড়ানোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের প্রতি সাড়া দিয়েছে।
চীন ২০২৪-২০২৬ সালের জন্য মানবাধিকার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। দেশটি ভবিষ্যতে মানবজাতির অভিন্ন মূল্যবোধ প্রচার করবে, বহুপক্ষবাদে অবিচল থাকবে এবং আন্তর্জাতিক মানবাধিকারের সুষ্ঠু উন্নয়নে আরও অবদান রাখবে বলে জানান মুখপাত্র।
চীনের প্রস্তাব পাস করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ
৪০