Home আর্ন্তজাতিক ইসরাইলের ২৪ ঘণ্টার আল্টিমেটামের প্রতিক্রিয়ায় ১৫০ রকেট ছুড়ল হামাস

ইসরাইলের ২৪ ঘণ্টার আল্টিমেটামের প্রতিক্রিয়ায় ১৫০ রকেট ছুড়ল হামাস

Mukto Chinta
০ comment ৫৫ views

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের ২৪ ঘণ্টার আল্টিমেটামের প্রতিক্রিয়ায় ১৫০ রকেট ছুড়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার (১৩ অক্টোবর) ইসরাইল যখন স্থল অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন এই রকেট হামলা করা হয়। সূত্র : আলজাজিরা
হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেড জনিয়েছে, বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত ও লক্ষ্যবস্তু করার প্রতিক্রিয়ায় ইসরাইলের আশকেলন শহরের দিকে ১৫০টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলে হামলা চালানোর প্রথম দিনই কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জবাবে গাজায় ব্যাপক মাত্রায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। গত ছয়দিন ধরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। এতে হতাহতের সংখ্যা হু হু করে বাড়ছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের রাজধানী বাগদাদ ও জর্ডানে বিক্ষোভ হয়েছে। শিয়া নেতা মোক্তাদা সদর এর আহ্বানে বাগদাদের তাহরির স্কায়ায়ে হাজার হাজার মানুষ হাজির হয়ে বিক্ষোভ করে এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেয়।
একইভাবে ইসরাইল সীমান্তের দিকে বিক্ষোভ মিছিল করেছে শত শত জর্ডান নাগরিক। এর আগে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১১ জন স্বাস্থ্যকর্মী গাজায় নিহত হয়েছে।
ইসরাইল প্রতিশোধ হিসেবে বিমান হামলা শুরু করার পর থেকে গাজায় এ পর্যন্ত ১৪০০ মানুষ নিহত হয়েছে। আরো তিন লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com