৪৬
বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকার আশা হোম কেয়ার’র প্রধান কার্যালয়ে সিটি মেয়র এরিখ এ্যাডামস ঘোষিত কর্মসূচি ‘ব্রেকিং ব্রেড, বিল্ডিং বন্ডস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ৩৮ এর স্টেট এ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, আশা চেয়ারম্যান এশা রহমান, এফিলিয়েট হোম কেয়ারের সিইও মাকসুদ চৌধুরীসহ মেয়র অফিসের প্রতিনিধিরা।