শ্রাবন্তী সাহা : কপিল শর্মা নামেই যার পরিচয়। কপিল শর্মা মানেই আনন্দ আর বিনোদন। ভারতের বিনোদন জগতের এক অপ্রতিদ্বন্ধি ব্যক্তির নাম কপিল শর্মা। দ্য কপিল শর্মা শো এতই জনপ্রিয় যে তার অনুষ্ঠানে না আসা পর্যন্ত বলিউডের অনেক ছবির মুক্তির তারিখও পিছিয়ে দেয়ার অনেক ঘটনা আছে। বলিউডের নামকরা পরিচালক, অভিনেতা, গায়কসহ এমন কোনো ব্যক্তি নেই যিনি কপিল শর্মা শোতে আসেননি। নতুন অভিনেতা-অভিনেত্রীরাও সবাই চায় তাদের ক্যারিয়ার শুরুর আগে অথবা পরে তার শোতে তাদের দাওয়াত নিশ্চিত করতে। ভারতসহ বিশ্বের লক্ষকোটি হিন্দি ভাষাভাষী বা যারা হিন্দি বুঝেন তারা প্রায় সবাই কপিল শর্মা শো নিয়মিত দেখেন। এই শোর প্রাণপুরুষ কপিল শর্মা নিজেই। যদিও তার সাথে রয়েছেন আরও অনেক সহশিল্পি। যে শো এত জনপ্রিয় সেই শো করতে প্রতি পর্বে কপিল শর্মা বা তার সহশিল্পিরা কে কত পারিশ্রমিক নেন সেটাও জানার আগ্রহ বহু বিনোদনপ্রিয় মানুষের।
প্রায় সাত বছর ধরে কপিল শর্মার এই শো চলছে। এ পর্যন্ত ৩৫০ টি পর্ব প্রদর্শিত হয়েছে দর্শকদের জন্য। কপিল শর্মার এই শোতে এসেছেন, সালমান, শাহরুখ, অক্ষয়, প্রভাষ, জুনিয়র এনটিআর, অনিল কাপুরসহ আরও অনেকেই। এসেছেন বলিউডের দীপিকা পাডুকোন, কাজল, মাধূরী, শিল্পাসহ প্রায় সব নায়িকা।
নতুন ছবির প্রমোশনের জন্য সবাই আগে আসেন এই শোতে। মূলত এর মাধ্যমে দর্মকরা সেই ছবি সম্পর্কে ধারনা পান কি থাকবে সেই ছবিতে। অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করে করা হয়। কমেডি, আলোচনা, প্রশ্নোত্তরসহ আরও কিছু বিষয়কে সামনে রেখে সাজানো হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে আছে দর্শক গ্যালারি, যেখানে সরাসরি দর্শকরা বসে দেখতে পারেন। আবার প্রশোন্তর পর্বেও অংশ নেন। বিপুল জনপ্রিয় এই অনুষ্ঠানের টিআরপিও অনেক উচুঁতে। ফলে বিজ্ঞাপনের জন্য বিজ্ঞানদাতারাও প্রস্তুত সব সময়।
স্বভাবতই সাধারণ দর্শকদের আগ্রহের শেষ নেই এই অনুষ্ঠান নিয়ে। হাঁসতে হাঁসতে দাঁতে খিল লেগে যাওয়া এই অনুষ্ঠানের শিল্পিদের কার কত পারিশ্রমিক সেটা নিয়েও রয়েছে আগ্রহ।
বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান এখন দ্য কপিল শর্মা শো’র প্রয়োজক। অর্থাৎ তিনিই এখন এই অনুষ্ঠানের অর্থ লগ্নিকারী। এই অনুষ্ঠানে কপিলের সাথে প্রায় প্রতি পর্বে দেখা যায় কৃষনা অভিষেক, কিকু সারদা, ভারতী সিং, সুমনা চক্রবর্তী, চন্দন প্রভাকরকে। এবং অবশ্যই নিয়মিত অতিথি হিসেবে অর্চনা পূরণ সিং।
প্রথমেই আসছি কিকু সারদাকে নিয়ে। কিকু কখনও হাসপাতালের নার্স। কখনও বা ইন্সপেক্টর দামোদর ঈশ্বরলাল গায়তোকান্ড। আবার কখনো উকিল দামোদর জেঠমালিনি। কাপিল শর্মার শোয়ের পর্ব ঘুরলেই কিকুর চরিত্রও বদলে যায়। এরই ফাঁকে সানি দেওলের মতো হুঙ্কারও দেন তিনি। শোয়ে আসা অতিথিদের সঙ্গে খুনসুটি করেন। জনপ্রিয় টিভি কমেডিয়ান কিকু পারিশ্রমিক নেন সাত লাখ টাকা।
এবার ভারতী সিং। কাপিল শর্মার এই শো’র প্রথম দিকে ভারতী সিংকে দেখা গিয়েছিল বাবলি মৌসি আর লাল্লির ভূমিকায়। পরের বার তিনি এলেন ১১ সন্তানের মা তিতলি যাদব হয়ে। তার পর কখনও গুড্ডু বা কাম্মো বুয়া। মাঝে মাঝে অর্চণা পূরণ সিংয়ের মিমিক্রি করেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তিন নম্বর অর্থাৎ চলতি পর্বে তিনি আবার স্বনামেই নজর কাড়ছেন। মাঝে মধ্যে অবশ্য চাচির চরিত্রেও দেখা যায় তাকে। ভারতীর আয়ও চোখে পড়ার মতো। প্রতি পর্বে তিনি পান ১০ থেকে ১২ লাখ রুপি।
বলছি কৃষনা অভিষেকের কথা। তিনি জনপ্রিয় কমেডি নায়ক গোবিন্দর আপন ভাগিনা এই অনুষ্ঠানের তারকা কৃষনা অভিষেক। কপিল শর্মা শো করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তিনি অমিতাভ বচ্চন, জ্যাকিশ্রফসহ আরও অনেককেই অবিকল নকল করে কথা বলতে পারেন। তিনি অনেক সময় অমিতাভ বচ্চনের অনেক ডায়ালগ এত দ্রততার সাথে বলতে পারেন যে সেটা দেখে অনেকই বিষ্মিত হয়ে যায়। ভারতীর মতোই তিনিও প্রতি পর্বে পান ১০ থেকে ১২ লাখ রুপি।
এবার বলবো সুমনা চক্রবর্তী’র কথা। সরলা গুলাটির ভূমিকায় দেখা গিয়েছিল সুমনা চক্রবর্তীকে শুরু থেকেই। তার পর থেকে হোটেল চিল প্যালেসের মালকিন হয়ে যান সুমনা। তবে এ বার কপিল শর্মা শোতে তার নাম ভুরি। চলতি মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হওয়ায় তিনি কোয়ারেন্টাইনে আছেন এখনও । প্রতি পর্বে তার আয় ৬-৭ লাখ রুপি।
সুনীল গ্রোভার। সুনীল গ্রোভারের সাথে প্লেনে মদ খেয়ে কপিল শর্মার মারামারি ও জুতা ছুঁড়ে মারার খবর সবাই জানেন। এ নিয়ে প্রচন্ত বিরোধে জড়িয়ে পড়েন তারা। ব্যাপক ভাঙ্গনের মুখে পড়েছিলো কপিলের ক্যারিয়ার। এখন এই শোতে আপাতত না থাকলেও তার আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। প্রতিপর্বে সুনীলে আয় ১০ থেকে ১২ লাখ রুপি।
চন্দন প্রভাকর। সবাই এটা জানে যে কপিল শর্মার ছোট বেলার বন্ধু চন্দন প্রভাকর। সেই সুবাদে চন্দন এই শোতে স্থান পেলেও তার সেন্স অব হিউমার দর্শকদের কাছে টানে। অনেকে বলেন, কাপিল শর্মার বন্ধু বলেই এ শোয়ে জায়গা পেয়েছেন চন্দন প্রভাকর। এই শোতে হোটেল মালিক চান্দু বা বিমলা দেবী কিংবা চাঁদনির বেশে চন্দনের চাহিদাও কম নয়। চন্দনের আয় প্রতি পর্বের জন্য সাত লাখ রুপি।
অর্চনা পূরণ সিং। কমেডি কুইনখ্যাত অর্চণার আগে কাপিলের শোয়ের প্রথম দিকে বেশ জাঁকিয়ে বসেছিলেন নবজোত সিংহ সিধু। ক্রিকেট মাঠকে বিদায় দিয়ে রাজনীতিরে আঙিনায় পা রাখলেও তার রসিকতার মজা লুঠতে অনেকেই এ শো দেখতেন। তবে তার পরের দুই সিজনে শোয়ে পাকাপাকি ভাবে অতিথি হন অর্চনা পূরণ সিং।
করণ জোহরের ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে শাহররুখ খান, কাজল এবং রানি মুখার্জীর পাশাপাশি মিস ব্রেগাঞ্জাকেও মনে রেখেছেন অনেকে। তিনি ছিলেন অর্চনা পুরণ সিং। অর্চনা যে এত ভালো কমেডি করেন, তা জানা গেল ‘কমেডি সার্কাস’-এর মতো শোয়ে। তার পর থেকে কাপিলের শোয়ে সিধুকে হঠিয়ে তার আসনে বসেছেন অর্চনা। প্রতি পর্বে তার আয় ১০ লাখ টাকা।
কাপিল শর্মা। যার নামে দ্য কপিল শর্মা শো। তিনিই হচ্ছেন শো’র মধ্যমণি। নিজের শোয়ে মধ্যমণি যে তিনি, তা বার বার প্রমাণ করেছেন কাপিল শর্মা নিজেই। অমৃতসর থেকে উঠে আসা অজানা কপিলের কাহিনি নেটফ্লিক্সে দেখা যাবে ‘কাপিল শর্মা: আই অ্যাম নট ডান ইয়েট’-তে। তবে সে স্ট্যান্ড-আপ কমেডি শোয়ের আগেই নিজের পকেট ভারী করেছেন কাপিল। নিজের শো থেকে তার প্রতি পর্বে আয় ৫০ লাখ টাকা। তা ছাড়াও রয়েছে তার আরও অনেক আয়।