বিনোদন ডেস্ক : এবার সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে সম্পত্তি নিয়ে মামলা করলেন হলিউড তারকা ব্রাড পিট। তারা দুজনেই হলিউডের সেরাদের সেরা তারকা দম্মত্তি হিসেবে পরিচিত। পিট এবং জোলি একসাথে থাকার সময়ে যৌথ মালিকানায় ফ্রান্সের একটি গ্রামে বিশাল একটি বাগানবাড়ি কিনেছিলেন। এই বাগানবাড়িতে নয়নজুড়ানো বিশাল অট্টালিকা এবং আঙ্গুর বাগান ছিলো। কিন্তু স্বামী পিটের সাথে বিচ্ছেদ হয়ে যাবার পর জোলি তার নিজের অংশের সম্পত্তি বিক্রি করে দেন। আর এ জন্য ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রী জোলির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন পিট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।
২০০৮ সালে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের করেনস গ্রামে শাতোঁ মিরাভাল নামের এই বাগানবাড়িটি দুজনে মিলে আড়াই কোটি ইউরো দিয়ে কিনেছিলেন।
এই জায়গাটা তাদের এত বেশি শখের এবং পছন্দের ছিলো যে, এটি ক্রয় করার ৬ বছর পর সেখানেই বিয়ে করেন তারা। অভিনেতা পিটের দাবি, তিনি ও তার প্রাক্তন স্ত্রী একে অন্যের অনুমতি ছাড়া নিজেদের অংশীদারিত্ব বিক্রি না করার সম্মতি দিয়েছিলেন। কিন্তু পিটের অনুমতি ছাড়াই জোলি সম্পত্তি বিক্রি করেছেন। পিটের আইনজীবী বলেছেন, শাতোঁ মিরাভাল এখন ব্র্যাড পিটের আবেগের সঙ্গে জড়িয়ে গেছে। আঙ্গুর বাগানটি এখন খুবই লাভজনক। এখান থেকে কোটি কোটি ডলারের ওয়াইন ব্যবসা হয়েছে। মামলায় উল্লেখ রয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে শাতোঁ মিরাভালে নিজের অংশীদারিত্ব রুশ ব্যবসায়ী ইউরি শেফিয়ারের মালিকানাধীন লুুক্সেমবার্গ ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রির কথা পিটকে লিখিতভাবে জানিয়ে দেন জোলি।
পিটের আইনজীবীর জানিয়েছেন, নিজেকে নিবেদিত করা পিটের ব্যবসা নিয়ন্ত্রণ এবং তার এই বিনিয়োগকে দুর্বল করতে ইউরি শেফিয়ার ও তার সহযোগীদের লক্ষ্য জেনেশুনেই জোলি নিজের অংশ বিক্রি করেছেন। ওয়াইন ব্যবসায় নিজের অর্থ ও পরিশ্রম ঢেলে দেয়া পিটের ক্ষতি করার উদ্দেশ্যেই তিনি এই সম্পত্তি বিক্রির পদক্ষেপ নিয়েছেন। যদিও জোলি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে ধারণা করা হচ্ছে তার আইজীবির মাধ্যমেই তিনি জবাব দিবেন।